এলাকার লোকজন তাকে সাবান খেকু করিম ও বলে থাকে । সাধারণ মানুষের পক্ষে যেখানে সাবান খাওয়া দূরে থাক সামান্য
একটু ফেনা মুখে গেলেই বার বার মুখ ধুয়ে
পরিষ্কার করেন। অথচ আবদুল করিম সাবান খান নিয়ম করে। তার খাদ্যের তালিকায় ভাত, রুটি, মাছ, মাংস, তরিতরকারির পাশাপাশি রেখেছেন সাবান, আর এই তালিকা একদিনের জন্য তৈরি করেননি। ৩২ বছর ধরেই সাবান খেয়ে চলেছেন আবদুল করিম। তার খাদ্যের তালিকায় প্রতিদিনের জন্য চাই সাত সাতটা সাবান!
পরিষ্কার করেন। অথচ আবদুল করিম সাবান খান নিয়ম করে। তার খাদ্যের তালিকায় ভাত, রুটি, মাছ, মাংস, তরিতরকারির পাশাপাশি রেখেছেন সাবান, আর এই তালিকা একদিনের জন্য তৈরি করেননি। ৩২ বছর ধরেই সাবান খেয়ে চলেছেন আবদুল করিম। তার খাদ্যের তালিকায় প্রতিদিনের জন্য চাই সাত সাতটা সাবান!
সাবান খাওয়ার বিষয়টি
আব্দুল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, গোসল করার সময় সাবানের সেন্ট ভালো লাগায় তার সাবান খাওয়া ইচ্ছা
জাগে। এই ইচ্ছা থেকেই শুরু হয় সাবান খাওয়া। প্রথমে তিনি
গোসল করার সময় সাবানের ফেনা
খেতেন। তারপর
একদিন নিজের ইচ্ছায় মনের উপর জোর করে
তার সাবান খাওয়া। মোট কথা সাবান ছাড়া শান্তি পাই না। সকাল-সন্ধ্যায়
একটি করে লাইফবয় সাবানই চাই, না হলে একদম চলে
না।
পোষ্ট : বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৪ : ১২ মিনিট, ২৭ নভেম্বর, ২০১২।