Tuesday, November 27, 2012

আবদুল করিম খাদ্যের তালিকায় সাতটা সাবান

নেত্রকোণার আলো,(বিচিত্র কথা): এই আজব দুনিয়া অনেক কিছুই ঘটে থাকে। আজব হলেও এই বিষয়টি গুজব নয়, ব্যক্তিটির নাম আবদুল করিম তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামে আবদুল করিম বিগত ৩২ বছর ধরেই নিয়মিত সাবান খেয়ে আসছেন
এলাকার লোকজন তাকে সাবান খেকু করিম ও বলে থাকে সাধারণ মানুষের পক্ষে যেখানে সাবান খাওয়া দূরে থাক সামান্য একটু ফেনা মুখে গেলেই বার বার মুখ ধুয়ে
পরিষ্কার করেনঅথচ আবদুল করিম সাবান খান নিয়ম করে তার খাদ্যের তালিকায় ভাত, রুটি, মাছ, মাংস, তরিতরকারির পাশাপাশি রেখেছেন সাবান, আর এই তালিকা একদিনের জন্য তৈরি করেননি ৩২ বছর ধরেই সাবান খেয়ে চলেছেন আবদুল করিমতার খাদ্যের তালিকায় প্রতিদিনের জন্য চাই সাত সাতটা সাবান!
সাবান খাওয়ার বিষয়টি আব্দুল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, গোসল করার সময় সাবানের সেন্ট ভালো লাগায় তার সাবান খাওয়া ইচ্ছা জাগে। এই ইচ্ছা থেকেই শুরু হয় সাবান খাওয়া। প্রথমে তিনি গোসল করার সময় সাবানের ফেনা খেতেনতারপর একদিন নিজের ইচ্ছায় মনের উপর জোর করে তার সাবান খাওয়ামোট কথা সাবান ছাড়া শান্তি পাই না সকাল-সন্ধ্যায় একটি করে লাইফবয় সাবানই চাই, না হলে একদম চলে না

পোষ্ট : বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৪ : ১২ মিনিট, ২৭  নভেম্বর, ২০১২